হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ৫দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজার প্রথম দিন ( ষষ্ঠী)তে গাইবান্ধা শহরের ভিএইড রোড কালিবাড়ী মন্দির, মধ্যপাড়ার নান্দনিক পুজা সহ শহরের বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউল রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রতিটি পুজা মন্ডবে আনসার সদস্যের পাশাপাশি পুজা কমিটির স্বেচ্ছাসেবকদের উপস্থিতি কামনা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
নান্দনিক পুজা মন্ডবে উপস্থিত ছিলেন-নান্দনিক পুজা মন্ডব কমিটির সাধারন সম্পাদক কাজল সাহা, গাইবান্ধা সদর থানা ওসি মাসুদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ, গাইবান্ধা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক চঞ্চল সাহা, এস আই নয়ন সাহা, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক সঞ্জীবন কুমার দেব রকি, অনেকে।