গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনি গ্রামে মঙ্গলবার বড় ভাই সালমান শাহ ওরফে পিচু মিয়া তার সৎ ভাই শামীম মিয়া (১৪) কে পিটিয়ে হত্যা করেছে। নিহত শামীম মিয়া একাব্বর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, একাব্বর মিয়ার বড় স্ত্রীর ছেলে সালমান শাহ ওরফে পিচু মিয়ার সাথে ছোট স্ত্রীর ছেলে শামীম মিয়ার বেশকিছুদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের গত সোমবার পিচু মিয়া উত্তেজিত হয়ে ঘরবাড়ি ভাংচুর করে তার বাবা একাব্বর মিয়া ও শামীম মিয়াকে লাঠি দিয়ে মারপিট করে।
এসময় বাবা ও ছেলে দু’জন গুরুতর আহত হয়। এরপর পিচু মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগম তাৎক্ষণিক শামীমকে উদ্ধার করে কামারপাড়া বাজারে এক ডাক্তারের চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসে। পরে শামীমের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এরপর থেকে পিচু মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগম পলাতক রয়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে শামীমের লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।