রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট মোংলা পাড়া গ্রামে শয়ন কক্ষ থেকে লুৎফা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ লুৎফা বেগম (২৫) ধাপের হাট মোংলাপাড়া গ্রামের বাবলুু মিয়ার স্ত্রী।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, বাবুল মিয়া দ্বিতীয় স্ত্রী লুৎফা বেগম স্বামীর সাথে বাড়িতে থাকতো।১ম স্ত্রী থাকতো বাবার বাড়ীতে।
ঘটনার আগের দিন বাবলু মিয়ার মৃত এক স্বজনকে দেখতে ১ম স্ত্রী বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ীতে আসলে দ্বিতীয় স্ত্রী তা স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেনি।
এরইধারাবাহিকতায় ২২ জানুয়ারী সকাল সাতটার দিকে ২য় স্ত্রী লুৎফা বেগম ঘুম থেকে না উঠায় স্বামী বাবলু ডাকাডাকি শুরু করে। কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লুৎফা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্হল থেকে ঝুলন্ত অবস্থায় লুৎফা বেগমের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জিয়াউল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার বলেন অপমৃত্যুর ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।