গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ বাক্য অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। এসময় নবনির্বাচিত ১নং রসুলপুর ইউনিয়ন মোঃ রবিউল ইসলাম (সতন্ত্র) অটোরিকশা মার্কা,২নং নলডাঙ্গা আব্দুল গফুর আলী(জাতীয় পাটি) লাঙ্গল, ৩নং দামোদোরপুর মোঃ জাহাঙ্গীর আলম (সতন্ত্র) ঘোড়া, ৫নং ফরিদপুর আব্দুল্লাহ আল মামুন মিলন(সতন্ত্র)
মটর সাইকেল, ৬নং ধাপেরহাট মোঃ শফিকুল কবির মিন্টু (আওয়ামীলীগ) নৌকা,৭নং ইদিলপুর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান সরকার (স্বতন্ত্র) ঘোড়া, ৮নং ভাতগ্রাম মাহফুজার রহমান মাফু (স্বতন্ত্র) ঘোড়া, ১১নং খোর্দ্দকোমরপুর সৈয়দ মঞ্জুরুল ইসলাম রেজোওয়ান (স্বতন্ত্র) মোটর সাইকেল মার্কায় নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ বাক্য পাঠ করেন।
আরো উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার গাইবান্ধা মোছাঃ রোখছানা বেগম, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, গাইবান্ধা স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি প্রমুখ।
জেলা প্রশাসক বলেন- আপনারা জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন। জনগণের সকল সেবা নিশ্চিত করবেন। যারা ভোট দেয়নি তাদের কেউ সেবার আওতায় আনবেন যেন পরবর্তীতে তাহারা আপনাকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করেন। এসময় সকল চেয়ারম্যান মাদক মুক্ত ও বাল্য বিবাহ রোধসহ জনগণের সেবা শতভাগ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উল্লেখ্য জেলায় ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণের পর বিকালে সাদুল্লাপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম।