গাইবান্ধায় বিচারপতি ইকবাল কবিরকে জেলা বার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইকবাল কবিরের গাইবান্ধায় শুভাগমন উপলক্ষে মঙ্গলবার জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেয়া হয় ।
গাইবান্ধা জেলা বার ভবনে বিকেলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বার অ্যাসিয়েশনের সভাপতি অ্যাড. আহসানুল কবির লাছু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক কে.এম শহীদ আহম্মেদ, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. সিদ্দিক হোসেন সেলিম, জিপি অ্যাড. সুশীল কুমার ঘোষ, দুদক পিপি অ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন, অ্যাড. জি.এস আলমগীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সরওয়ার হোসেন বাবুল।
অনুষ্ঠানে সংবর্ধিত বিচারপতি মো. ইকবাল কবির বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন