রানা ইস্কান্দার রহমানগাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধায় রুপালী ব্যাংকে চুরি করতে গিয়ে টাকার ভল্ট খুলতে না পেরে ব্যাংকের ভেতরে ভাঙচুর।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার রুপালী ব্যাংক লিঃ স্টেশন বাদিয়াখালী নুরুলগন্জহাট বাদিয়াখালী শাখায় এ ঘটনাটি ঘটেছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের সিসিটিভি ক্যামেরা, ক্যামেরার ভিডিও সংরক্ষণের ডিভিআর মেশিন, হার্ডডিস্ক ও কম্পিউটার ভাঙচুর করা হয়েছে। তবে টাকার ভল্টে চুরির চেষ্টা করলেও কোন অর্থ নিতে পারেনি চোর।
রুপালী ব্যাংক রংপুর বিভাগীয় প্রধান নোমান মিয়া শনিবার (১৪ জানুয়ারি) সকালে ব্যাংক পরিদর্শনে এসে জানান, রাতে একদল সংঘবদ্ধ চোরচক্র ব্যাংকের বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে টাকার ভল্ট খোলার চেষ্টা করে। ভল্ট খুলতে না পেরে তারা ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংরক্ষণের ডিভিআর মেশিন, হার্ডডিস্ক ও ব্যাংকের তথ্য সংরক্ষণের একটি কম্পিউটার ভাংচুর করে এবং বৈদ্যুতিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে। ব্যাংকের নিরাপত্তাকর্মীর মাধ্যমে সংবাদ পেয়ে সকালে এসে তারা এ অবস্থা দেখতে পান।