গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ- গাইবান্ধা গোবিন্দগঞ্জে দুই লক্ষ পঞ্চাশ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ এর নেতৃত্বে সেলিনা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে পঞ্চাশ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ও থানাসুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামের মাদক ব্যবসায়ী আতাউর রহমান আতার স্ত্রী সেলিনা বেগম তারা (স্বামী স্ত্রী) উভয়ই দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক সেবনের জমজমাট আসর বসাতো প্রতিদিন৷ উঠতি বয়সের তরুণ যুবকেরা রোজ মরণ নেশা হেরোইন সেবন করতে আসত।
এছাড়া আতাউর রহমান মাদক ব্যবসার সাথে অনেক আগে থেকেই জড়িত।
তার নামে একাধিক মাদকের মামলাও আছে।
উপ-পরিদর্শক মামুনুর রশিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করার সময়
সেলিনা বেগম (৩৫) কে দুই পোটলায় পচিঁশ গ্রাম করে মোট আড়াই লক্ষ টাকা মূল্যের পঞ্চাশ গ্রাম হিরোইনসহ আটক করতে সক্ষম হই। তবে অপর আসামি আতাউর সুযোগ বুঝে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
অভিযানে পরিচালনা সময় সহকারী উপ-পরিদর্শক আবুল কাশেম, মোস্তাফিজার রহমান, সিপাই আরিফুল ইসলাম, সুমন খান, মিজানুর রহমান, খোকন, ফেরদৌস, আবু নাসের ও মাহফুজার রহমান উপস্থিত ছিলেন।