রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান: আজ ২১ শে নভেম্বর মঙ্গলবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহম্মেদ। তিনি জানান আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিন ঘটিকার সময় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদরের কামারজানি এলাকায় ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করে ।এসময় জাহিদুল (৩৬) ও ফারুক (৩৫) নামে ২ জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।উদ্ধারকৃত মদ যার বাজার মুল্য প্রায় ২৫ লক্ষ টাকা ।পলাতক মাদক ব্যবসায়ী জাহিদুল সদরের খামার কামারজানি এলাকার হযরত আলীর ছেলে অপর দিকে ফারুক মিয়া একই এলাকার মকবুলের ছেলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য গুলো গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।