গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
সাঁকোয়া ব্রীজ (ঢোলভাঙ্গা) এলাকায় EPZ বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে গাইবান্ধার (রামজীবন)সুন্দরগঞ্জে EPZ বাস্তাবয়ন মন্চ এর আয়োজনে বিক্ষভ সমাবেশ অনুষ্টিত হয়।
শুক্রবার বিকাল ৩ টায় এ্যাডঃ কুশলাশীষের সভাপতিত্বে বিক্ষভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বারের সাধারন সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু,শুভেচ্ছা বক্তব্য রাখেন রামজীবন ইউপি চেয়ারম্যান শামসুল হুদা সরকার,অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবীর তনু,অঞ্জলী রানী দেবী, গোলাম রব্বানী মুসা,মৃনালকান্তি বর্মন,প্রবীর চক্রবর্তী শহিদুল ইসলাম,স্বাধীন চন্দ্র রবিদাস,এ্যাডঃ মোহাম্মাদআলী,এ্যাডঃ ফারুক কবির,এ্যাডঃ শাকিল আহমেদ,তারা মেম্বার,মোজাম্মেল হক,সাইফুল ইসলাম,নাজির হোসেন প্রমুখ।
বক্তরা গাইবান্ধার সাকোয়া ব্রীজ এলাকায় EPZ সহ পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বালাশী-বাহাদুরবাদ টানেল দ্রুত নির্মাণ,সুন্দরগঞ্জ রামজীবন স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি, পবিত্র রমজানে দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনিক তদারকি বৃদ্ধি সহ গাইবান্ধার উন্নয়নের দাবি জানান।