গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে
আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।এসভায় প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে আর বিশেষ অতিথি হিসাবে পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মুকিতুর রহমান রাফি,উপজেলা ভাইস-চেয়ারম্যান পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম তাজু,মহিলা ভাইস-চেয়ারম্যান শাকিলা বেগম,থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন,উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ,সমাজ সেবা অফিসার শফিউল আলম জুয়েল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।