গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাকে মাদক মূক্ত করার লক্ষ্যে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজার উদ্দিন এর সার্বিক তত্বাবধানে এসআই মুরাদ হোসেন, এসআই আব্দুল্লাহ আল মামুন , এএসআইজাহিরুল, ও সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দগঞ্জ থানাধীন বোয়ালিয়া মৌজাস্থ বাঁশহাটির পশ্চিম পাশ্বে ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর বাস চেকিং করাকালে ১৩ কেজি গাঁজা সহ এক জন আটক।
বুধবার ভোর ৪ টা ১৫ মিনিটে সময় এবি পরিবহনের যাত্রী মোঃ জাহাঙ্গীর (৩২), পিতা-মোঃ জামাল, স্থায়ী: গ্রাম-তালুক আশারু, উপজেলা/থানা- রাজারহাট , জেলা –কুড়িগ্রাম এর হেফাজত হইতে ০২ টি লাল পলিথিনের মধ্যে মোট ১৩(তের) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।