গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪২ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।আটককৃত মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের মোঃ জিয়াউল হকের ছেলে মোঃ ওবায়দুল ইসলাম(২৩)।
গাইবান্ধা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম (পিপিএম) নিদের্শে এবং গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন এর সার্বিক তত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন,এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ সাইফুল-২, সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দগঞ্জ থানাধীন বোয়ালিয়া মৌজাস্থ বাঁশহাটির পশ্চিম পাশ্বে ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর সোনার মদিনা পরিবহনের বাস চেকিং করাকালে ২৭ই মার্চ ২০২১ইং রোজ রবিবার বিকাল ৪:৩০ ঘটিকার সময় বাসযাত্রী মোঃ ওবায়দুল ইসলাম(২৩) কে ৪০ বোতল ফেনসিডিল আটক করে।
আটককৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২০০০০ টাকা। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন জানান এ সংক্রান্ত গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।