গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান: গাইবান্ধা পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা।
“মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি, এ শ্লোগান কে বাস্তবায়ন করতে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযানে ২২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।এবং ১৮টি মামলা ও ১টি জিডি রুজু করেছেন পলাশবাড়ী থানায়। উদ্ধার করেছেন প্রায় ২০ লাখ টাকার মাদকদ্রব্য ।
এলাকার সাধারন জনগনের মাঝে ব্যাপক আলোচিত হয়ে উঠেছে ওসি মাসুদরানা এমন মাদক বিরোধী অভিযানে এলাকা ছেড়েছে অনেক মাদক ব্যবসায়ী।
মোট জব্দকৃত মাদকদ্রব্য হচ্ছে ২৩৭ বোতল ফেন্সিডিল, ৫কেজি গাজা, বুপ্লেনরকিন ইজেকশন ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট ৫ হাজার ২০পিচ যাহার অনুমানিক বাজার মুল্য ২০ লাখ টাকা।
উল্লেখ্য ওসি মাসুদ রানার প্রাক্তন কর্মস্থল গাইবান্ধার সাদুল্লাপুর থানায় কর্মরত থাকা কালীন সময়েও তিনি একই ভাবে মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার করে ব্যাপক সুনাম অর্জন করে গেছেন।
ওসি মাসুদ রানা তার মতামত ব্যক্ত করে বলেন, মাদক বিরোধী অভিযানে আমাকে অনুপ্রেরনা যুগিয়েছেন রংপুর রেন্জের সুযোগ্য ডি,আই জি স্যার ও গাইবান্ধার পুলিশ সুপার স্যার। স্যারদের নির্দেশনা বাস্তবায়নে আমি সদা প্রস্তুত থেকে থানার অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় মাদকের চিহ্নিত স্পট গুলোতে নজরদারী জোরদার করে বিভিন্ন কৌশলে একের পর এক মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি, তিনি আরো জানান, মাদক ব্যাবসায়ী ও সেবিদের তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন এটা আমার অনুরোধ। সমাজের সকলের সহযোগিতায় পলাশবাড়ী থানা এলাকাকে মাদক মুক্ত করতে চাই,আসুন সবাই একসাথে মাদককে না বলি, মাদক মুক্ত দেশগড়ি।