গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ১০ ব্যক্তি। শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলার ফাঁসিতলা ঢাকা রংপুর মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রংপুরগামী রাকিব পরিবহনের একটি বাস শ্যামলী বেকারির একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে নিন্ত্রয়ন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জের শহিদুল ইসলামের ছেলে ফিরোজ আহমেদ (২৬) ও একই জেলার সোনাতলা উপজেলার আব্দুল জলিলের ছেলে মোহন (১৮) নিহত হয়। গুরুতর আহতদের বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দূঘটনায় বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জরুল ইসলাম গুরুতর আহত অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।
দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কামারদহ ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তৌফিক, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক তৌকির হোসেন রচি সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply