স্টাফ রিপোর্টার গাইবান্ধাঃ ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে জি.এম সেলিম পারভেজ ও সাধারণ সম্পাদক পদে ফারজানা রাব্বী বুবলী নির্বাচিত। এছাড়া সহ-সভাপতি পদে আতাউর রহমান বাদল, অশ্বনী কুমার বর্মন ও এডভোকেট নুরুল আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা ও সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান সোমবার রাত আড়াইটার সময় গাইবান্ধা সার্কিট হাউজে এই কমিটি ঘোষণা করেন।