গাইবান্ধা জেলা আওয়ামীলীগর এক বর্ধিত সভা শনিবার দলীয় কার্যারয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু। বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।
সভার শুরুতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম সাজেদা চৌধুরীসহ প্রয়াত অন্যান্য নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম আবু, পিয়ারুল ইসলাম, রণজিৎ বকসী সুর্য্য, সাইফুল আলম সাকা, রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, তানজিমুল ইসলাম জামিল, অধ্যাপক আব্দুল জলিল, আব্দুল লতিফ প্রধান, নাছিরুল আলম স্বপন, আফরোজা বারী, জিএম সেলিম পারভেজ, অধ্যাপক সামিকুল ইসলাম লিপন, ফারজানা রাব্বি বুবলী, ওমর ফারুক রুবেল, কামাল হোসেন প্রমুখ।
সভায় আগামী ২৪ সেপ্টেম্বর জেলা আওয়ামীলীগের কাউন্সিল, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচন ও ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান