গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার(১১ই মার্চ) গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এক বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মহান জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর -২ আসনের মাননীয় সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, পিয়ারুল ইসলাম বাবলু, মাহবুব আলম কোর্ট, সাইফুল আলম সাকা, রেজাউল করিম রেজা, আমিনুর জামান রিংকু, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌর মেয়র মো. মতলুবর রহমান, ওমর ফারুক রুবেল, অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স, জিএসএম আলমগীর, অ্যাড. জরিদুল হক, অ্যাড. মহিবুল হক মোহন, সহীদুল্যাহেল কবির ফারুক, দীপক কুমার পাল, লুদমিলা পারভিন ছন্দা, মাহমুদা বেগম পারুল, সুধাংশু কুমার রায়, খায়রুল ইসলাম, সরদার মো. শাহীদ হাসান লোটন, শাহ আহসান হাবীব রাজিব, শহিদুল ইসলাম স্বপন, আব্দুল লতিফ আকন্দ, মো. আসিফ সরকার প্রমুখ। শান্তি সমাবেশ পরিচালনা করেন তানজিমুল ইসলাম জামিল। হুইপ গিনি বলেন, নির্বাচন এলেই বিএনপি-জামাতের ষড়যন্ত্র শুরু হয়। গত নির্বাচনে ভাড়াটিয়া প্রার্থী দিয়ে গাইবান্ধায় যেমন জাতীয় নির্বাচন করেছিল। তিনি বলেন, তারা আবার আন্দোলনের নামে জ্বালাও পোড়াও মানুষ পুড়ে হত্যা করলে আওয়ামীলীগ রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে। আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের বিএনপি-জামায়াত শিবিরের অপশক্তির