রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধা পুলিশ সুপারে নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ, গোবিন্দগঞ্জ থানার তত্ত্বাবধানে ইং ২৩/০৯/২০২৩ তারিখে সকাল ০৮.৪০ ঘটিকায় গোবিন্দগঞ্জ থানা এলাকায় সরকারী পিকআপ যোগে দিবাকালিন মোবাইল-১ ডিউটি করারকালে মোবাইল-২ ডিউটি পার্টির সহায়তায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের উদ্দেশ্যে অত্র থানাধীন ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর ইং ২৩/০৯/২০২৩ তারিখ ১২.০৫ ঘটিকার সময় ডোমার হইতে ঢাকাগামী নাদের পরিবহন যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৩৪ ডোমার হইতে ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে বাসটিকে সিগনাল দিয়া থামান। সাক্ষীদের উপস্থিতিতে বাদী বাসের ভিতরে চেকিং করাকালে বাসের বাম পার্শ্বে D-2 সীটে বসা যাত্রী মোঃ বাদশা এর দেহ তল্লাশী করিয়া তাহার হেফাজত হই ১৮ (আঠার) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ইং ২৩/০৯/২০২৩ খ্রিঃ ১২.৩৫ ঘটিকার সময় ঘটনাস্থলেই জব্দ করিয়া জব্দকৃত মালামালসহ আসামীর বিরুদ্ধে থানায় আসিয়া এজাহার দায়ের করেন।
অপরদিকে অফিসার ইনচার্জ, সদর থানার নেতৃত্বে গাইবান্ধা সদর থানাধীন জেলা পরিষদের সামনের রাস্তায় ২৩/০৯/২০২৩খ্রিঃ তারিখ দুপুর ১২:৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আসামি(১) মুক্তার হোসেন পিতা -মৃত মকবুল গ্রাম- হরিণ চওড়া থানা ও জেলা লালমনিরহাট এর দেহ তল্লাশি কালে কোমরের মধ্যে অভিনব কায়দায় এক কেজি ৩০০ গ্রাম গাজা পাইয়া জব্দ তালিকা প্রস্তুত করা হয় এ সংক্রান্তে গাইবান্ধা সদর থানার মামলা নম্বর ২৫ তারিখ ২৩/০৯/২০২৩ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির১৯(ক)/৪১ রুজু করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।