গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ একই সময়ে রংপুর রেঞ্জের সকল জেলা ও থানায় অভিযানের অংশ হিসেবে গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের চৌরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে পজ মেশিনের মাধ্যমে হেলমেট বিহীন চালকদের জরিমানা করা হয়।
হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করার জন্য যে সব চালকদের হেলমেট পরিধান করা অবস্থায় পাওয়া যায় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হেলমেট বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল না চালানোর জন্য অনুরোধ করা হল।