গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে ২৯ মার্চ মঙ্গলবার দুপুরে এসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) হৃষিকেশ চন্দ্র বর্মণ, এএসআই(নিঃ) মোঃ জাহিদ হাসান, এএসআই(নিঃ) মোঃ মুকুল মিয়া, নারী কং/সাথি আক্তারসহ পুলিশের একটি টিম শহরের পোষ্ট অফিসের সামনে আদর এন্টার প্রাইজ নামক যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৭৫ ) থামিয়ে তল্লাশি চালিয়ে মোছাঃ হাজরা বেওয়া (৫০), স্বামী-মৃত আব্দুল ওহাব, সাং-আজমাতা (কম্পেরহাট), থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম’কে ৩৯ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাহার বিরুদ্ধে ধারা-৩৬(১) এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।