গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাঁধ কেটে নদী খননের উত্তোলিত বালু বিক্রয়ের অভিযোগে বালুখেকো সিন্ডিকেট হোতা সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে পুলিশটীম মঙ্গলবার উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কেশবপুর ব্রিজের পাশে এ অভিযান পরিচালনা করেন। বাঁধ কেটে রাস্তা তৈরিতে নদী খনন করা হচ্ছিল। এসময় খননে উত্তোলিত বালু অবৈধ পন্থায় বিক্রয় করে আসছিল সাবেক ওই ইউপি সদস্য। গোপনসূত্রে খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) থানা পুলিশের সহযোগিতায় সেখানে আকস্মিক ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন জানান, সার্বজনীন জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।