রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান:
গাইবান্ধা সদর উপজেলায় ছাগল খুঁজতে গিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা। এর আগে, মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সদর থানার মধ্য বানিয়ারজান পশু হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিশুর স্বজনরা জানান, নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করে ওই শিশু। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার নানার পালিত ছাগল খুঁজতে বাড়ি থেকে বের হয়ে অভিযুক্ত লাভলু মিয়ার বসতবাড়ির পশ্চিম পার্শ্বে ধানক্ষেতের আইল দিয়ে যাচ্ছিল সে। এ সময় লাভলু তাকে টেনে ধানক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে চলে যান। এ সময় শিশুটির কান্না শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেন। পরে রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে সদর হাসপাতালে নেয়া হয়।
গাইবান্ধা সদর থানার ওসি জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারে কাজ করছে পুলিশ।