গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে জমিজমার বিরোধে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুন্নবী ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নুরুন্নবী ইসলাম খোলাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার এর পুত্র।
পুলিশ জানায়, খোলাবাড়ীতে জমিজমা বিরোধের জেরে নিয়ে নুরুন্নবী সরকারের সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী আব্দুল মান্নান এর সাথে বিরোধ চলছিল। গত ১৭ জুলাই আসামীরা নুরুন্নবী সরকারের বাড়ীতে অনধিকার প্রবেশ করে নুরুন্নবী সরকারসহ কয়েকজনকে আহত করে। এ সময় আব্দুল মান্নানের লোকজনের হামলায় নুরুন্নবী সরকার গুরুতর আহত হন। গতকাল ২৭ আগস্ট সকালে রংপুর মেডিকেলে তার মৃত্যু হয়।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও গাইবান্ধা সদর থানার এসআই মোঃ মাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।