বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের আলাই নদীর তলাদেশ থেকে মাটি কাটার অপরাধে বৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ বার পঠিত
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান:  গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের আলাই নদীর তলাদেশ থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে, ২০১০ -এ ধারা -১৫ আইনে দুটি ট্রাক্টর আটক করে তাদের ৫০হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৭দিনে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৫ফেব্রুয়ারী) গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের আলাই নদীর তলাদেশ থেকে মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানটি পরিচালনা করেন, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল আলম। আটককৃত মাটিভর্তি ট্রাক্টরের দুজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এবং পরবর্তীতে ভবিষ্যতে আর এই ধরনের কাজ না করার শর্তে ট্রাক্টর দুটি মালিকের কাছে তা ফেরত দেওয়া হয়।
এবিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন মোঃ শরীফুল আলম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০-এ ধারা-১৫ আইনে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, কিছু অসাধু লোক মাঝে মাঝে নদী থেকে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান থেকে অব্যাহত থাকবে। স্থানীয়রা বলেন, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের আলাই নদীর তলাদেশ থেকে গত ৩/৪ দিন একটি চক্র দিন রাতে প্রায় ১৫/২০ টি ট্রাক্টর যোগে মাটি কেটে নিয়ে যাচ্ছিল তাতে রাস্তা ও নদীতে বেশ ক্ষতি হচ্ছিলো। এলাকাবাসী জানায়, প্রশাসনের এমন হস্তক্ষেপ করায় এলাকা ক্ষতির হাত থেকে অনেকটা রক্ষা পেলো। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991