অদ্য ইং ১০/০৪/২৩ তারিখ রাত্রি ০৩.১৫ ঘটিকায় গাইবান্ধা সদর থানার বিশেষ অভিযানিক টিম অত্র থানাধীন ০৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তর্গত ধৃত আসামী মোহাম্মদ আলী @ আলী পিতাঃ মৃত-আকালু শেখ, সাং রাধাকৃষ্ণপুর (এসকেএসইন মোড়) মোর থেকে। থানা -জেলা গাইবান্ধার নিজ বসতবাড়ী হইতে মোট ৫২ (বাহান্ন) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন কে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা পক্রিয়াধীন..
গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।