জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে সুন্দরগঞ্জ উপজেলায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ৩টি ফিলিং স্টেশনকে ২,৫০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযানে সুন্দরগঞ্জ ফিলিং স্টেশনকে ১,০০,০০০/- টাকা,
করিম এ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে ১,০০,০০০/- টাকা
এবং বামনডাঙ্গা ফিলিং ৫০,০০০/- টাকা।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালামের এঁর নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ শাহ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।