এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চন্দন গ্রেপ্তার
বহুল আলোচিত গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ও ইন্টারপোলের রেড নোটিশ জারি করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চন্দন কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।