গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধা সুুন্দরগঞ্জ উপজেলার তালুকসর্বান্দ ইউনিয়নে জমিজমার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র আশরাফুল নামের এক ব্যক্তি আহত, থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানা যায়, সুুন্দরগঞ্জ উপজেলার তালুকসর্বান্দ একই গ্রামের বকুল, সবুজ, আশিকুর, রাকিব, মেনাজ ও নুরুজ্জামানের পূর্ব থেকেই আশরাফুলের সাথে শত্রুতা চলে আসছে। এরই জের ধরে, গত শনিবার ১২ই মার্চ সকালে আশরাফুল তার কৃষি জমিতে পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে নুরুজামানের হুকুমে বকুল, সবুজ, আশিকুর, মেনাজ ও রাকিবসহ দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জীত হয়ে আশরাফুলের উপর হামলা চালায়। এসময় আত্মচিৎকারে প্রতিবেশীরা আশরাফুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করেন।
আশরাফুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় বৃহস্পতিবার ( ১৭ই মার্চ ) অভিযোগ দায়ের করেন।