বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৩ অপরাহ্ন
ঘোষনা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬’তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, খান সেলিম রহমান। কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী জশনে জুলুসে নগরে সড়ক মুখরিত রাণীশংকৈলে নিখোঁজ দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত। রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে  ১৫০ পিচ ইয়াবা-সহ নারী গ্রেফতার চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরে বয়সসীমা বৃদ্ধি, শিবগঞ্জে জমি ক্রয় করেও, জমি বিক্রেতার বিরুদ্ধ রেজিস্ট্রি না দেয়ার অভিযোগ শ্রেষ্ঠ চেয়ারম্যান ও প্রশাসক নির্বাচিত হলেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও। কামারখন্দে ড. জান্নাত আরা তালুকদার  হেনরী’র  নৌকা’র পক্ষে গনসংযোগ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এমপি শাওন 

গাইবান্ধা ৭ দফা দাবি বাস্তবায়নে লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন ও গনঅবস্থান।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪ বার পঠিত

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ ধর্ম যার যার রাষ্ট্র সবার,ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই” এই প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধৰ প্রতিশ্রুতিসমূহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ৬টা অবধি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণঅনশন ও গণঅবস্থান পালিত হয়।

কর্মসূচীতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা ও ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা পৃথক পৃথক ব্যানারে একটি র‍্যালি বের হয়ে কর্মসূচীতে অংশ গ্রহন করে। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি রনজিত বকসী সূর্য্য।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ই মাযহার উল মান্নান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, পলিট ব্যুরোর আমিনুল ইসলাম গোলাম, গনফোরাম সভাপতি ময়নুল ইসলাম রাজা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গাইবান্ধা সভাপতি অ্যাড: শাহাদাত হোসেন লাকু, পৌরসভার প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি সুমন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অভিজিৎ দাস অভি৷ যুব ঐক্য পরিষদ যুব বিষয়ক সম্পাদক পলাশ চাকী, ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি সৌমিত্র বক্সী।

সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা যুগ্ন সাধারণ সম্পাদক সুজন প্রসাদ।

বক্তারা- প্রধানমন্ত্রী সহ সরকারি দলের উপর সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। বৈষম্য বিলোপ আইন প্ৰণয়ন। দেবত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন।

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন। ৬. পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এর দাবি জানান।

” বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা যুগ্ন সাধারণ সম্পাদক “সুজন প্রসাদ” বলেন ২০১৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার দিয়েছিল আমাদের দাবিসমূহ পুরন করবেন। মনে করেছিলাম দাবি বাস্তবায়ন হবে। দাবি পার্লামেন্টে উঠবে। যখন দেখলাম আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছেনা। এ ক্ষেত্রে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সকল সনাতনীদের একত্র করে আলোচনা করে আমাদের দাবি বাস্তবায়ন করে মাঠে নেমেছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে ভোট বর্জন সহ বৃহত্তম কর্মসূচী গ্রহন করব।

” বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি “রনজিত বকসী সূর্য্য” বলেন- ২০১৮ সালে সরকার নির্বাচনী ইশতেহারে বলেছিল,- আপনারা আমাকে ভোট দিলে রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারলে আপনাদের ৭ দফা দাবি আমরা অবশ্যই মেনে নিব।এখন পর্যন্ত সরকার আমাদের আন্দোলনে সাড়া দেয়নি, ৭ দফা দাবি মেনে নেয়নি। ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গণঅনশন ও গণঅবস্থানে গাইবান্ধা জেলা শহর সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991