গাইবান্ধার গোবিন্দগঞ্জে গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দখালাসপুর (পুকুর পাড়) গ্রামের প্রবাসী সাইদুর রহমানের ছেলে সোহাগ(২৫) বাগদা কলনী এলাকার কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে পালাক্রমে ধর্ষনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মেয়ের কাছ থেকে জানাযায়, গত কয়েক মাস পূর্বে থেকে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ে প্রেম হয় কুন্দখালাসপুর গ্রামের সোহাগের সাথে। গত মঙ্গলবার বিয়ে করার কথা বলে মেয়েকে ডেকে নিয়ে আসে সোহাগ। তারপর সারা দিন ফুলপুকুরিয়া পার্কে বসাইয়ে রেখে রাত্রী হলে বিয়ের কথা বলে সোহাগ চকরহিমাপুর নদীর ধারে একটি বাড়ীতে নিয়ে যায় সারারাত রেখে ধর্ষন করে সোহাগ। পরে মেয়েকে জোর পূর্বক ঘুমের টেবলেট খাওয়ায় ফলে মেয়ে ঘুমের ভাব হলে তার খালাতো ভাই রেজা এবং তার বন্ধু মিলে পালাক্রমে ধর্ষন করে বলে জানায় ধর্ষীতা ঐ মেয়ে। পরের দিন সারাদিন পার হয়ে যায় পরে অনেক বুঝিয়ে বিয়ে কাল করবো বলে বাড়ীতে পাঠিয়ে দেয়। কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে আজ সকালে ছেলের বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ের দাবিতে অনশন করছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইজার উদ্দিন সাংবাদিকদের বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।