আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার (১৭ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। নিহতের নাম রমিজ উদ্দিন (৭৫)।উপজেলার কড়িহাতা ইউনিয়নের আজ্ঞাব গ্রামের মৃত নাজির মাহমুদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, বৃদ্ধ রমিজ উদ্দিন দ্বীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশ টার দিকে নিজ বাড়ির বসতঘরের দরজা বন্ধ করে ঘরের ধন্নার সাথে গায়ের চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে টের পেয়ে এলাকাবাসী ও পরিবারের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়া থানার ওসি এ এফ নাসিম জানান, খবর পেয়ে দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেন।পরে স্বজনের অনুরোধে মরদেহটি বিনা ময়নাতদন্তে স্বজনের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।