আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।
বুধবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার সময় উপজেলার সদর ইউনিয়নের সাফাইশ্রী এলাকায় এঘটনা ঘটে।
নিহতের নাম স্বপ্না আকন্দ (৩০) উপজেলার সদর ইউনিয়নের সাফাইশ্রী এলাকার ফরিদ আকন্দের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা যায়,স্বপ্না আকন্দ আড়াই মাস পূর্বে কালীগঞ্জ উপজেলার আরিফুল ইসলামের সাথে বিবাহ হয়। বিবাহের পর হতে তার স্বামী তাদের বাড়িতেই বসবাস করতেন।
গত তিনদিন পূর্বে তার স্বামী আরিফুল ইসলাম পিত্রালয় কালীগঞ্জে চলে যায়।আজ বুধবার দুপুরের সময় স্বপ্না আকন্দ তার স্বামীকে বাড়িতে ফিরে আসতে বললে তার স্বামী আসবো আরেকটু কাজ আছে বলে জানায়।
এরই জের ধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।পরে রাগের বশবর্তী হয়ে ঘরে থাকা কীটনাশক খেয়ে স্বপ্না আকন্দ আত্মহত্যা করে। পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে।
কাপাসিয়া থানার ওসি এ এফএম নাসিম জানায়, বিষপানে মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।
বিষপান করার পর তাৎক্ষণিক তার স্বজনরা উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা (নং-৩৮ তাং-১৬/১১/২২) রুজু করা হয়েছে।