বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন

গাজীপুরের কাপাসিয়ায় বাস-পিক্আপ সংঘর্ষে দুইজন নিহত, আহত তিন

আলমগীর হোসেন সাগর 
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৩০ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঢাকা – কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাএীবাহী বাস-পিক্আপ মুখোমুখি সংঘর্ষে পিক্আপের চালকসহ দুইজন নিহত আহত হয়েছে তিনজন।

শনিবার (৪জুন)সকাল সাড়ে ৬টায় কাপাসিয়া থানাধীন রাজেন্দ্রপুর-টোক সড়কের সাল্লারবাড়ী মোড় এলাকায় সেন্টাল কলেজ সংলগ স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিক্আপ চালক জিন্নাত (২৬), তিনি কিশোরগঞ্জ জেলা সদর থানার হয়রতনগর গ্ৰামের ঝিনুক মিয়ার ছেলে। অপরজন পিক্আপের যাত্রী দেলোয়ার হোসেন (২৬), একই জেলার সদর থানার সাতারপুর গ্ৰামের মৃত আঃ জলিল মিয়ার ছেলে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বলেন, আনুমানিক সকাল সাড়ে ৬টার সময় কাপাসিয়া থানাধীন রাজেন্দ্রপুর-টোক সড়কের সাল্লারবাড়ী মোড় এলাকায় সেন্টাল কলেজ সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। ঢাকা যাওয়ার উদ্দেশে অনন্যা পরিবহনের একটি বাস ও কিশোরগঞ্জ যাওয়ার পথে পিক্আপের মুখোমুখি সংঘর্ষ হয়।

দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। পরে আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিক্-আপের চালক জিন্নাতকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত পিক্আপের অপর যাত্রী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান। এই দুর্ঘটনায় বাসের তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991