গাজীপুর জেলা প্রতিনিধিঃ
পুলিশ সুপার জনাব, এস.এম শফিউল্লাহ বিপিএম, গাজীপুর মহোদয়ের নির্দেশনায়, জনাব ডা. নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা, গাজীপুর এর তত্ত্ববধানে মোঃ আমির হোসেন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাজীপুর সাহেবের নেতৃত্বে এসআই/মোঃ জাহেদুল ইসলাম সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/মোঃ আলমগীর কবির, এএসআই (নিঃ)/মোঃ কামরুজ্জামান ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ইং ২৬/০৫/২০২২ তারিখ ১০.৫৫ ঘটিকার সময় কালিয়াকৈর থানাধীন ঠাকুরপাড়া নাগচালা সাকিনস্থ জনৈক শ্যামল চন্দ্র বর্মনের বাড়িতে” হাজির হইলে আসামী ১। শ্যামল চন্দ্র বর্মন (৩৫), পিতা-রবিন্দ্র চন্দ্র বর্মন @ রবি, সাং-ঠাকুরপাড়া (নাগচালা), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর’কে হাতে নাতে ধৃত করেন। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী শ্যামল চন্দ্র বর্মন (৩৫) এর বসত বাড়ি তল্লাশী করিয়া তাহার টিনের রান্না ঘরের ভিতরে একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামে রক্ষিত ২৫ (পঁচিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি প্লাষ্টিকের বস্তার ভিতরে পলিথিনের মধ্যে ০৫ (পাঁচ) লিটার করিয়া ৫টি পোটলায় (৫×৫)=২৫ (পঁচিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ, সর্বমোট (২৫+২৫)=৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ, যাহার মূল্য(৫০×৫০০)=২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তাহার নাম ঠিকানা এবং মাদক সরবরাহকারী সহযোগী আসামীর নাম ঠিকানা প্রকাশ করেন। এসআই/ মোঃ জাহেদুল ইসলাম বাদী হইয়া অফিসার ইনচার্জ কালিয়াকৈর থানা বরাবরে আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে কালিয়াকৈর থানার মামলা নং-২৪, তাং-২৭/০৫/২০২২ ইং ধারাঃ-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ ধারা রুজু করা হইয়াছে। আসামীকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।