গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে ৫টি দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উপজেলার সফিপুর বাজারে একটি পানের দোকানে আগুনের সূত্রপাত হয়।
গোবিন্দ ট্রেডার্সের মালিক গবিন্দ সাহা জানান, আগুনে ৫টি দোকানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুপুরে সফিপুর কাঁচাবাজার এলাকার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে গৌরি পানের দোকানে আগুনের লাগে। পরে আগুন দ্রুত আশপাশের আরো ৫টি দোকানে ভাই ভাই ডিমের আড়ত, গবিন্দ টেন্ডার্স, মহাদেব বিস্কুটের দোকান, আব্দুল অলীমের ডিমের দোকানের আগুন ছড়িয়ে পড়ে মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিকেলে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব মিয়া সফিপুর বাজারে আগুনে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।