আবু ইউসুফ সহ- বার্তা সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগতঃ
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করার জন্য বাংলাদেশ রেলওয়ে জয়দেবপুর ফাঁড়ি পুলিশের গণসচেতনতা মুলক বিট পুলিশিং কার্যক্রম সভা করা হয়, কালিয়াকৈর উপজেলার, কালামপুর পাকারমাথা সংলগ্নে৷
উক্ত সভায় জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহিদুল্লাহ ( হিরো) আরো বলেন, ৯ ই জুন বিকাল ৬ টা ১০ মিনিটে ঢাকা গামী মৈত্রী ট্রেন কালামপুর এলাকায় ক্রসিং করার সময় অজ্ঞাত কেও একজন পাথর নিক্ষেপ করে, এতে মৈত্রী ট্রেনের সি বগির একটি জানালার গ্লাস ভেঙ্গে যায়। তিনি বলেন আপনারা আমাদের সহযোগিতা করেন যাতে দুষ্কৃতকারীদের ধরতে আমাদের পক্ষে সুবিধা হয়। মানুষের জান মাল রক্ষার্থে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশ রেলওয়ে পুলিশ। তিনি আরো বলেন এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, সচেতন মহলের লোকজন আছেন আপনাদের কাছে একটাই দাবি যারা বা যেই লোকগুলি এই অপরাধের সাথে জরিত তাদের কে ধরিয়ে দিন। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য করি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ।