গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেন ও প্রাইভেটকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোহেল হাসিব খান (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসচালক।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা রেলক্রসিংয়ে এলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের বাসিন্দা। তিনি সাইফ পাওয়ার টেক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। আহত চালকের নাম মো. সজীব খান।
পুলিশ ও এলাবাসী সূত্রে জানা যায়, সোহেল মাইক্রোবাসে নাগরী এলাকা থেকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের দিকে যাচ্ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসটি অরক্ষিত নলছাটা রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি একই সময়ে ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি ছিটকে পাশের খাদে পড়ে।
এতে ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা মাইক্রোবাসের চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মশিউর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।