আলমগীর হোসেন সাগর, গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জ জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতি মৃত্যুর ৪৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের সামাজিক কবরস্থান থেকে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহীর উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়।
গত ২১ আগস্ট রাতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ওই প্রসূতির মৃত্যু হয়। পরদিন ২২ আগস্ট তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ আগস্ট উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শিরিনা আক্তারের প্রসব বেদনা নিয়ে কালীগঞ্জে জনসেবা হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে রক্তশূন্য প্রসূতি শিরিনার এবি পজিটিভ রক্তের প্রয়োজন থাকলেও তাকে পুশ করা হয় বি পজিটিভ রক্ত। পরে প্রসূতির অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
২৪ আগস্ট রাতে নিহতের স্বামী আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৯ জনের নামে ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় কালীগঞ্জ জনসেবা হাসপাতালের পরিচালক, নার্স ও কর্মচারিসহ ৬ জনকে আটক করে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পরে গত ১০ সেপ্টেম্বর কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমানের সুপারিসসহ মামলার তদন্ত কর্মকর্তা মামলার অধিকতর তদন্তের জন্য গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ শিরিনা বেগমের লাশ কবর থেকে উত্তোলনের আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে আদালতের সিনিয়র বিচারক ইসরাত জেনিফার জেরিন গত ১৮ সেপ্টেম্বর আবেদন মঞ্জুর করে লাশ উত্তোলনের নির্দেশ দেন।