শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:৪১ অপরাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে বাস কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ আহত ১০

আলমগীর হোসেন সাগর
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১০০ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে ঘোড়াশাল টঙ্গী বাইপাস সড়কে ঢাকাগামী এনা পরিবহন ও ঘোড়াশালগামী প্রান আর এফ এল এর কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপর ৩ টার দিকে ঘোড়াশাল টঙ্গী মহাসড়কের বড়নগর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস কালীগঞ্জের বড়নগর এলাকা অতিক্রম করছিল অপরদিক থেকে আসা প্রাণ-আরএফএল এর কাভার্ড ভ্যান এর সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর দুপাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে যানজট ছাড়ায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১০ থেকে ১২ জন রোগী আমাদের এখানে এসেছেন। কভার ভ্যান এর ড্রাইভার যিনি ছিলেন তার মাথায় আঘাত লেগেছে, সিটি স্ক্যানের পর বোঝা যাবে। ডান পা ভেঙে গেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991