গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে গলায় ফাঁস দিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক কয়েদি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কারাকর্তৃপক্ষ।
মৃত কয়েদির নাম গোলাম মোস্তফা (৩৫)। মাদারীপুর জেলার শিবচর উপজেলার উতরাইলের আনোয়ার হোসেনের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডেমরা থানায় একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।
মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে গোলাম মোস্তফা (৩১) নামের কয়েদি বাথরুমের ভেন্টিলেটরের রডের সঙ্গে প্যান্টের ফিতার ফাঁস তৈরি করে আত্মহত্যার চেষ্টা করেন। সে সময় কারাগারের দুই বন্দি তাঁকে উদ্ধার করেন। তাৎক্ষণিক তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় দিকে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।