আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা।বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। এর কিছু সময পর তারা মহাসড়ক অবরোধ শুরু করে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) এর বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে সে বাড়ি চলে যায়। বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় আসার সময ৫.৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা ও ট্রাকে চাপায় মারা যায়। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গোল্ডেন রিফিট কারখানা শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়
ঘটনাস্থলে থানা পুলিশ শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে।