গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিক বার ধর্ষণের অভিযোগ দুই ভাইয়ের বিরোদ্ধে! পৃথক মামলা, দুই ভাই আটক!
শুক্রবার (৩ জুন) সকালে ধর্ষণের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে।
আটককৃত দুই ভাই হলো, টঙ্গী পূর্ব থানার পাগাড় (পাঠান পাড়া) এলাকার মফিজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৫) ও তার ভাই জান্নাতুল ফেরদৌস (২২)।
টঙ্গী পূর্ব থানার এসআই শেখ সজল হোসেন মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, ‘গৃহবধূ আসামিদের মামার বাড়িতে তার স্বামীকে নিয়ে ভাড়া থাকেন। স্বামী অফিসে গেলে জাহিদুল ইসলাম বাসায় গিয়ে কু-প্রস্তাব দেয় এবং শয়নকক্ষের দরজা খুলে ঘরে প্রবেশের চেষ্টা করতো। তার প্রস্তাবে রাজি না হলে সে ভুক্তভোগী নারীর গোসলের ভিডিও ধারণ করেছে বলে জানায়। একপর্যায়ে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ৯ থেকে ২৫ মে পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেছে।’
এজাহারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘অপর অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস গৃহবধূকে তার বড় ভাই জাহিদুল ইসলামের সঙ্গে অবৈধ মেলামেশার ঘটনা দেখেছে এবং ঘটনাটি তার স্বামীকে জানিয়ে দেওয়ার ভয় দেখায়। পরে ৩১ মে রাত ৯টায় সে-ও ওই গৃহবধূকে ধর্ষণ করে।’
এসআই শেখ সজল হোসেন আরও বলেন, ‘দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক মামলা হলে শুক্রবার তাদেরকে আটক করা হয়। শনিবার (৪ জুন) তাদের আদালতে তোলা হবে।’