গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুরে ঐতিহ্যবাহী কাঁঠালের বাজারখ্যাত জৈনাবাজারে জমে উঠেছে কাঁঠালের বেচাকেনা। সপ্তাহের প্রায় প্রতিদিন বিক্রেতারা কাঁধে, মাথায়, সাইকেলে, ঠেলাগাড়ি, রিক্সায় করে কাঁঠাল এনে বিক্রি করছে।গাজীপুরকে কাঁঠাল প্রধান জেলা বলা হয়। এখানকার কাঁঠাল খেতে যেমন মিষ্টি তেমনি স্বাদ। এমন সু-স্বাদ হওয়ায় তার সুনাম ও সুখ্যাতি দেশের সর্বত্রই।
এই সুমিষ্ট কাঁঠাল কিনতে ক্রেতা-বিক্রেতার সমাগমে সরগরম হয়ে ওঠেছে শ্রীপুর উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন জৈনা বাজার।
কথিত আছে এই কাঁঠালের বাজার দেশের বৃহত্তম।
এ বাজার থেকে প্রতিদিন হাজার হাজার কাঁঠাল চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার এসে এখানের কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মাওনা, গাজীপুর, তেলিহাটি ও শ্রীপুর পৌর এলাকাসহপার্শ্ববর্তী ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামের বাগানিরা কাঁঠালের স্তুপ সাজিয়ে বসে আছেন বিক্রির অপেক্ষায়। প্রতিটি স্তূপে রয়েছে শত শত কাঁঠাল। পাইকারি ক্রেতারা দরদাম করে কিনছেন কাঁঠাল।
কাঁঠাল বাগান মালিকরা জানান, গত বছর করোনার কারণে কাঁঠালের বাজার মন্দা গেলও এবার উল্টো। এবার কাঁঠালের ফলন যেমন ভালো, বাজারে দামও ভালো। এ বছরের লাভে গতবছরের লোকসান পুষিয়ে যাবে।
জৈনা বাজার কতৃপক্ষ জানান, বাজারে পুরোদমে কাঁঠাল বেচাকেনা শুরু হয়েছে। দেশের মধ্যে জৈনা বাজারের কাঁঠালের ব্যাপক চাহিদা রয়েছে। শ্রীপুরের কাঁঠাল সুস্বাদু হওয়ায় দেশের সকল জেলাতে নিয়ে যায় পাইকাররা। প্রতিদিন সকায় ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বেচাকেনা চলে। বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীদের থাকা খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে।