শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল ৯ টায় শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মুহাম্মাদ ইকবাল হোসেন সবুজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, মেলা উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ ফরিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রনয় ভুষন দাস,শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২৭ টি স্টলে সরকারি বিভিন্ন দফতর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ টি স্টল এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।