গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে শারমিন আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শারমিন আক্তার (২৪) উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের আঃ সাহিদের মেয়ে। তাঁর স্বামীর নাম মো. মাসুম মিয়া। স্বামীর বাড়ি একই উপজেলার বাউনী গ্রামে।
নিহত গৃহবধূ গত কয়েকদিন আগে শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে বাড়ির পাশে জঙ্গলের ভেতর কাঁঠাল গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।
নিহত গৃহবধূর বাবা আঃ সাহিদ বলেন, শারমিন আক্তার গত ১২ মার্চ শশুর বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসে। এরপর গত ১৩ মার্চ রাতে হঠাৎ করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর বাড়ির পাশের জঙ্গলের ভেতর একটি কাঁঠাল গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। এরপর স্থানীয়দের সহযোগিতার লাশ নিচে নামানো হয়। কি কারণে সে আত্নহত্যা করেছে এবিষয়ে কিছু বলতে পারবো না।
পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।