রাকিবুল হাসান, উপজেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গজারি বন থেকে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ এপ্রিল ২০২৩ইং) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সিমলাপাড়া গ্রামের নাক্কুরচালা এলাকার গভীর গজারি বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তির নাম আব্দুল বারেক (৭৫)। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি পারিবারিক কলহের কারণে গত পাঁচ দিন ধরে নিখোঁজ। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। রবিবার গজারি বনের ভেতর অজ্ঞাত মরদেহ সন্ধানের খবর পেয়ে নিহতের ছেলে এসে মরদেহ শনাক্ত করে। নিহতের ছেলে মোঃ রফিকুল ইসলাম বলেন, গত পাঁচ দিন ধরে তার বাবা নিখোঁজ ছিল। অদ্য ১৬ এপ্রিল রবিবার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করি।
বাবার মরদেহের পাশে কীটনাশকের বোতল পড়েছিল। ধারণা করা হচ্ছে বাবা অভিমানে কীটনাশক পান করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় জঙ্গলের ভেতর পাওয়া গেছে। পাশেই পড়েছিল কীটনাশকের খালি বোতল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে কীটনাশক জাতীয় কিছু পান করে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।