শামীম আল মামুন
স্টাফ রিপোর্টার
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে গাজীপুর মডেল পাবলিক কলেজ এর আত্মপ্রকাশ । দীর্ঘ প্রতীক্ষার কলেজের ইন নাম্বার নাম্বার পেয়েছে কলেজ । গাজীপুর মডেল পাবলিক কলেজের ইন নাম্বার ১৪০৩৫৬। অধ্যাপক রফিকুল ইসলাম জনি কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক ।
গাজীপুর পাবলিক মডেল কলেজের ইন নাম্বার পাওয়ার পর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মন আনন্দিত । এলাকার সাধারণ মানুষ গাজীপুর মডেল পাবলিক কলেজের ইন নাম্বার পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ।
কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম জনি বলেন,শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে বেশ কয়েকটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা রয়েছে । গাজীপুর ইউনিয়নে কোন কলেজ না থাকায় নিজ উদ্যোগে কলেজের ইন নাম্বার এর জন্য আবেদন করি । আবেদনের ভিত্তিতে গাজীপুর মডেল পাবলিক কলেজের ইন নাম্বার প্রদান করা হয়েছে ।গাজীপুর,নিজমাওনা,বাশবাড়ি,শৈলাট, নয়াপাড়া, আমড়াচালা, কালমেঘা,আক্তাপাড়া,শিমলাপাড়া গ্ৰামের ছাত্র ছাত্রীদের বাড়ির পাশে কলেজে পড়ার মতো সুযোগ হয়েছে । সকলের সহযোগিতায় কলেজে নতুন শিক্ষা বর্ষে ছাত্র ছাত্রী ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ।