আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে মনির হোসেন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মাওনা উত্তর পাড়া খান বাড়ি মোড় এলাকায় সেলিম খানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন নেত্রকোনা সদর উপজেলার হালসা গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া খান বাড়ি মোড় এলাকায় সেলিম খানের ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন বছর আগে মনির এমসি বাজার এলাকায় এসে রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। তিনি সেলিম খানের বাসায় ভাড়া থাকতেন। রোববার রাত ৯টার দিকে তার রুমের দরজা বন্ধ দেখে বাড়ির মালিক তাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে রয়েছেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বাড়ির মালিক সেলিম খান বলেন, কিছুদিন ধরে মনির হোসেন কোনো কাজে যাচ্ছিলেন না। আমাকে জানিয়েছিলেন, এখানে দৈনিক মজুরি কম হওয়ায় অন্যত্র চলে যাবেন। কিন্তু রোববার রাতে খবর পেয়ে এসে দেখি, তিনি আত্মহত্যা করেছেন। এরপর পুলিশকে খবর দেই।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।