আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেতঝুড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছিল। এতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, গত সোমবার (৩ মার্চ) রাত পৌনে ৮টায় শ্রীপুরের বেতঝুড়ি গ্ৰামে মো. রিটন মিয়া (৩৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, তাকওয়া পরিবহন নামের একটি বাসের লোকজন রিটনকে হত্যা করে সড়কে ফেলে যায়। রিটন পার্শ্ববর্তী গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্ৰামের মো. দুলাল মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে । এ ঘটনায় তাকওয়া পরিবহনের অভিযুক্ত বাস ও চালককে আটক করেছে পুলিশ।
নিহত রিটনের ভাতিজি তাসলিমা খাতুন বলেন, তার চাচা মহাসড়কে অটোরিকশা চালান। গত সোমবার তাকওয়া পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার কাঁচ ভেঙ্গে যায়। জরিমানা আদায়ের জন্য তার চাচা দৌড়ে বাসের সামনে দাঁড়াযন। এ সময় তাকওয়া পরিবহনের ভেতরে থাকা চালক ও সহকারী মিলে তাকে জোর করে বাসে তুলে নেয়। ভেতরে রেখেই ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে তাকে হত্যা করে বাস থেকে ফেলে দেওয়া হয়।
তার অভিযোগ, এই ঘটনায় আসামি ও বাস আটক থাকলেও তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়নি।
রিটনের আরেক স্বজন মো. মিজানুর রহমান বলেন, জরিমানা চাওয়ার দায়ে তাকওয়া পরিবহনের লোকজন তাকে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা নিয়ে বিচারের আশ্বাস না দেওয়া পর্যন্ত সড়কে অবস্থান করব আমরা।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছি। তাদের বুঝানোর চেষ্টা করছি।’