গাজীপুরের শ্রীপুর থেকে একটি এজেন্সির গম আত্মসাতের অভিযোগে গমসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন
কালিয়াকৈর উপজেলার টেংগার গ্রামের ট্রাকচালক মো. রুহুল আমিন ও গাজীপুর মহানগর বাসন থানার নাওজোর গ্রামের মোঃ রাজিব।
ডিবির এসআই মো. শহিদুল হক মোল্লা বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর থেকে মেসার্স এস এস ট্রান্সপোর্ট এজেন্সির এলসি করা গম জামালপুর অটো ফ্লাওয়ার মিলে পৌঁছে দিচ্ছিলেন ট্রাকচালক রুহুল আমিন। কিন্তু ট্রাকচালক গম মিলে না দিয়ে আত্মসাতের চেষ্টা করেন। এ বিষয়ে মিলের মালিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাইলে জেলা ডিবি তথ্যপ্রযুক্তির সাহায্যে ট্রাকসহ
দুজনকে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন বলেন, এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।